বাসস দেশ-৬ : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রওশন এরশাদের শুভেচ্ছা

119

বাসস দেশ-৬
রওশন- শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রওশন এরশাদের শুভেচ্ছা
ঢাকা, ৩০ জুলাই, ২০২০ (বাসস) : জাতীয় সংসদের বিরোীদলীয় নেতা রওশন এরশাদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
আজ এক শুভেচ্ছা বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র ইসমাইলকে (আ.)-কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অগাধ ভালবাসা, অবিচল আনুগত্য ও আকুন্ঠ আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা অতুলনীয়।
তিনি আরো বলেন, ব্যক্তি ও সমাজ জীবনে কোরবানির শিক্ষা সঠিকভাবে কাজে লাগাতে পারলে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত হবে।
বিরোধীদলীয় নেতা বলেন, পবিত্র ঈদুল আযহা এবার একটু ভিন্নভাবে পালিত হচ্ছে। করোনাভাইরাস আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে দেখা দিয়েছে। মহান ত্যাগের মহিমায় সকলকে মহামারি প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে নির্দেশনাগুলো মেনে এবং নিজে সুস্থ থাকতে এবং সবাইকে সুস্থ রাখতে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে পবিত্র ঈদুল আযহা উদযাপনের আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।
বাসস/সবি/এমআর/১৪০৫/কেজিএ