শরীয়তপুরে করোনায় আক্রান্ত ৮৪৩ জন সুস্থ হয়েছেন

300

শরীয়তপুর, ৩০ জুলাই, ২০২০ (বাসস) : জেলায় মোট ১ হাজার ৬৮ জন করোনায় আক্রান্ত ব্যক্তির মধ্যে ৮৪৩ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। আক্রান্তের সংখ্যা অনুযায়ী সুস্থতার হার ৭৮.৯৩ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট ৯ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
শরীয়তপুরের সিভিল সার্জন ডা. এস এম আব্দুল্লাহ-আল-মুরাদ আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বাসস’কে জানিয়েছেন, গতকাল পর্যন্ত প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী জেলা মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৮ জন। জেলা স্বাস্থ্য বিভাগের নিবিড় পরিচর্যা ও চিকিৎসার মাধ্যমে ইতিমধ্যে ৮৪৩ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। মৃত্যুবরণ করা ৯ জন ও হাসপাতালে চিকিৎসাধীন ৪ জন বাদে বাকি ২১২ জন কোন রকম জটিল উপসর্গ ছাড়াই উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে রোগীদের নিজ বাড়িতে রেখেই চিকৎসা প্রদান করছে। এ পর্যন্ত জেলা থেকে সন্দেহভাজন ৬ হাজার ৫৪৫ টি নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআর এ পাঠানো হয়েছে। গতকাল ২৯ জুলাই পর্যন্ত আমরা ৬ হাজার ৪৩৬ টি নমুনা পরীক্ষার ফলাফল পেয়েছি। জেলা করোনা প্রতিরোধ কমিটির কার্যকর পদক্ষেপের কারণে বর্তমানে আক্রান্তের সংখ্যা তুলনা মুলক কম। এ ছাড়াও ঈদ’কে সামনে রেখে অন্য জেলা থেকে বহিরাগতদের বিষয়ে করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি কঠোর নজরদারিসহ স্বাস্থবিধির বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে। সরকারের কার্যকরি পদক্ষেপ ও আমাদরে আন্তরিক দায়িত্ব পালনের ফলে শরীয়তপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা এখন নিয়ন্ত্রণে রয়েছে।