বাজিস-২ : জয়পুরহাটে প্রাণির চামড়া ছাড়ানো ও সংরক্ষনের প্রশিক্ষণ

154

বাজিস-২
জয়পুরহাট-প্রশিক্ষণ
জয়পুরহাটে প্রাণির চামড়া ছাড়ানো ও সংরক্ষনের প্রশিক্ষণ
জয়পুরহাট, ২৯ জুলাই ২০২০ (বাসস): জেলায় বিজ্ঞানসম্মত পদ্ধতিতে প্রাণির চামড়া ছাড়ানো ও সংরক্ষণের কৌশল বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষন আজ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার জেলার যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’-এর বিশেষ কর্মসূচীর আওতায়, জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এ প্রশিক্ষনের আয়োজন করে।
জয়পুরহাটের জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম প্রধান অতিথি হিসাবে এ প্রশিক্ষন কর্মসূচি উদ্বোধন করেন।
জেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তোছাদ্দেক হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাহফুজুর রহমান।
জেলা সদরের ১৬ জন ইমাম ও তিনজন মুয়াজ্জিন এবং ছয়জন চামড়া ব্যবসায়ী দিনব্যাপী এ চামড়া ছাড়ানো ও সংরক্ষন কৌশল বিষয়ক প্রশিক্ষনে অংশগ্রহন করেন।
বাসস/সংবাদদাতা/১৮৩০/এমকে