বাসস দেশ-২৯ : ক্রেস্ট সিকিউরিটির পরিচালক ওহিদুজ্জামান দুই দিনের রিমান্ডে

113

বাসস দেশ-২৯
প্রতারণা-রিমান্ড
ক্রেস্ট সিকিউরিটির পরিচালক ওহিদুজ্জামান দুই দিনের রিমান্ডে
ঢাকা, ২৯ জুলাই, ২০২০ (বাসস): প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় ক্রেস্ট সিকিউরিটি লিমিটেডের পরিচালক মো. ওহিদুজ্জামানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় পল্টন থানার প্রতারণার মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ২৮ জুলাই সকালে রাজধানীর খিলক্ষেতের লেকসিটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবির রমনা বিভাগ। ক্রেস্ট সিকিউরিটি লিমিটেডের বিরুদ্ধে পল্টন থানায় প্রতারণার অভিযোগে মামলা দায়ের ছিল। ওই মামলায় প্রতিষ্ঠানের পরিচালক ওহিদুজ্জামানকে গ্রেফতার করা হয়।
বাসস/সংবাদদাতা/এমএমবি/১৮৩৫/কেকে