বাসস বিদেশ-১১ : আফগান অস্ত্রবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র

129

বাসস বিদেশ-১১
আফগান-তালেবান-যুদ্ধবিরতি-যুক্তরাষ্ট্র
আফগান অস্ত্রবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র
কাবুল, ২৯ জুলাই, ২০২০ (বাসস ডেস্ক): আফগান সরকার ও তালেবানের মধ্যে নতুন অস্ত্রবিরতি চুক্তিকে যুক্তরাষ্ট্র মঙ্গলবার স্বাগত জানিয়েছে এবং তারা দ্রুত আলোচনা শুরু করতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছে ওয়াশিংটন। খবর এএফপি’র।
কাবুলে অবস্থান করা যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক রোস উইলসন বলেন, ‘ঈদ উপলক্ষে অস্ত্রবিরতি ঘোষণাকে আমি স্বাগত জানাচ্ছি। আফগানরা শান্তিপূর্ণ পরিবেশে ঈদ পালন করতে চায়।’
তিনি এক টুইটার বার্তায় লিখেছেন, ‘আমি তাদের উভয় পক্ষের প্রতিশ্রুতি পূরণ এবং আন্ত-আফগান শান্তি আলোচনা দ্রুত শুরুর পদক্ষেপ দেখার অপেক্ষায় রয়েছি।’
এর আগে প্রেসিডেন্ট আশরাফ গনির একজন মুখপাত্র মঙ্গলবার বলেন, শুক্রবার শুরু হতে যাওয়া ঈদুল আযহার ছুটি চলাকালে তালেবান তিন দিনের অস্ত্রবিরতির প্রস্তাব দেয়ার পর আফগান সরকার দেশের সকল নিরাপত্তা বাহিনীকে অস্ত্রবিরতি পালনের নির্দেশনা দিয়েছে।
বাসস/এমএজেড/১৬২৫/জেহক