বাসস ক্রীড়া-৩ : বার্সেলোনাই মূল লক্ষ্য জাভির

122

বাসস ক্রীড়া-৩
ফুটবল-জাভি
বার্সেলোনাই মূল লক্ষ্য জাভির
দোহা, ২৯ জুলাই ২০২০ (বাসস) : বর্তমানে কাতারি ক্লাব আল-সাদের দায়িত্ব পালন করলেও বার্সেলোনাকে কোচিং করানোই নিজের মূল লক্ষ্য বলে জানিয়েছেন জাভি হার্নান্দেজ। তবে বর্তমান কাজের ওপরই বেশী গুরুত্ব দিতে চান বলে জানিয়েছেন বার্সেলোনার সাবেক এ তারকা খেলোয়াড়।
বার্সেলোনার জার্সি গায়ে পুরো পেশাদার ক্যারিয়ার কাটিয়ে দেয়া জাভি আরো বলেছেন করোনা পজিটিভ হলেও তিনি বেশ সুস্থ আছেন। এ সম্পর্কে জাভি বলেন, ‘এখানে লুকানোর কিছু নেই। আমি সব সময়ই বলেছি বার্সেলোনাই আমার মূল লক্ষ্য। বার্সেলোনা আমার বাড়ি এবং এখানে কাজ করতে পারাটা স্বপ্নের মতই। কিন্তু এখন আমি আল-সাদের প্রতি গুরুত্ব দিতে চাই। নতুন মৌসুমের দিকে তাকিয়ে আছি। বার্সেলোনার প্রশ্ন যখন আসবে সেটা দীর্ঘমেয়াদে কিংবা কম সময়ের জন্য হলেও তখন সেটা দেখা যাবে। সব মিলিয়ে আমাদের অবশ্যই কিকে সেতিয়েনের ওপর আস্থা রাখতে হবে। আমি তার ভবিষ্যতের জন্য শুভ কামনা করছি। অনেক সময় বার্সেলোনার খেলোয়াড়রা খুবই ভাল খেলে, কখনো মাঝারি মানের আবার কখনো একেবারেই বাজে খেলে। কিন্তু আমার সেতিয়েনের পরিকল্পনা পছন্দ হয়েছে। আগের দলটিসহ এবারের দলটি নিয়ে তার পরিকল্পনা বেশ গুছানো ছিল। সকলের সামনে ভাল কিছু ম্যাচ উপহার দেবার সে চেষ্টা করেছে।’
সেতিয়েনের উত্তরসূরী হিসেবে মৌসুমের অনেকটা সময় জুড়েই জাভির নাম শোনা গেছে। কিন্তু ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বর্তমান কোচের ওপরই তিনি আস্থা রাখতে চান। বার্সেলোনা ভিত্তিক ক্রীড়া দৈনিক মুন্ডো দিপোর্তিভোতে বার্তোমেউ এ সম্পর্কে বলেছেন, ‘জাভির সাথে আমার সম্পর্কটা দারুন। আমরা প্রায়ই বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলি। কিন্তু কিকে সেতিয়েনের সাথে আমাদের চুক্তি এখনো বহাল আছে।’
কোভিড-১৯ সম্পর্কে জাভি বলেছেন, আমি সুস্থ আছি এবং অবশ্যই আইসোলেশনে আছি। আশা করছি দ্রুতই অনুশীলনে ফিরতে পারবো।
২০১৫-২০১৯ সাল পর্যন্ত আল-সাদে খেলেছেন জাভি এবং তারপরপরই ক্লাবের কোচের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ২০২২ বিশ^কাপ ফুটবলের আয়োজক হিসেবে কাতার ইতিহাস রচনা করবে বলে জাভির বিশ^াস। তিনি বলেন, ‘এটা একটি ঐতিহাসিক বিশ^কাপ হতে যাচ্ছে। এতে কোন সন্দেহ নেই। এখানে যারাই আসবে তারাই দেশটিকে দেখে অবাক হবে। কাতারে সবকিছুই আছে।’
জাভি আরো বলেছেন তিনি আশা করছেন তার সাবেক বার্সা সতীর্থ লিওনেল মেসি আসন্ন এই বিশ^কাপে অংশ নিবে।
বাসস/নীহা/১৩৫০/স্বব