বাসস ক্রীড়া-২ : রিয়াল স্ট্রাইকার মারিয়ানো দিয়াজ করোনা পজিটিভ

111

বাসস ক্রীড়া-২
ফুটবল-করোনা
রিয়াল স্ট্রাইকার মারিয়ানো দিয়াজ করোনা পজিটিভ
মাদ্রিদ, ২৯ জুলাই ২০২০ (বাসস) : স্ট্রাইকার মারিয়ানো দিয়াজের দেহে করোনার অস্তিত্ব ধরা পড়েছে বলে নিশ্চিত করেছে স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে দিয়াজ বর্তমানে পুরোপুরি সুস্থ আছে এবং তাকে বাড়িতে সেল্ফ-আইসোলশেনে রাখা হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, ‘রিয়াল মাদ্রিদের মেডিকেল সার্ভিসের মাধ্যমে গতকাল মূল দলের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। সেখানই মারিয়ানোর দেহে করোনা সনাক্ত হয়েছে।’
২৮ ম্যাচে ৮৭ পয়েন্ট নিয়ে ১০১৯-২০ মৌসুমে লা লিগা শিরোপা জয় করেছে রিয়াল মাদ্রিদ। এখন তারা ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র দ্বিতীয় লেগের লড়াইয়ের জন্য প্রস্তুতি শুরু করেছে। প্রথম লেগে ম্যাচে মাদ্রিদ ২-১ গোলে পরাজিত হয়েছিল।
করোনাভাইরাস পরিস্থিতি এখনো স্বাভাবিক না হওয়ায় স্পেন থেকে যারাই বৃটেনে প্রবেশ করবে তাদেরকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। যদিও রিয়াল মাদ্রিদ সেই নির্দেশনা থেকে নিজেদের রক্ষা করেছে। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচটির আগে রিয়ালকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার কোন প্রয়োজন নেই। আগামী ৭ আগস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বাসস/নীহা/১৩৫০/স্বব