বাসস দেশ-৪০ : ঈদে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে লোকসমাগমে সিএমপির নিষেধাজ্ঞা

353

বাসস দেশ-৪০
বিনোদন-নিষেধাজ্ঞা
ঈদে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে লোকসমাগমে সিএমপির নিষেধাজ্ঞা
চট্টগ্রাম, ২৮ জুলাই ২০২০ (বাসস) : করোনা ভাইরাসের মহামারির কারণে এবারের ঈদ উল আযহা উপলক্ষে চট্টগ্রামের সকল বিনোদন স্পটগুলোতে জনসাধারনের সমাগমে নিষেধাজ্ঞা জারি করছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি)।
মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ঈদ উল আযহাকে কেন্দ্র করে ঈদ পরবর্তী যে কোন ধরনের বৃহৎ জনসমাগম করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে আরও সংকটাপন্ন করবে। এর সংক্রমণ রোধে সরকারের সর্বোচ্চ মহল থেকে বিভিন্ন দিকনির্দেশনা ও জনসচেতনতা মূলক প্রচারনা চলমান রয়েছে।
বিষয়টির গুরুত্বের সাথে বিবেচনা করে জনস্বার্থে ঈদ পরবর্তী সময়ে জনসাধারণকে বন্দর নগরী চট্টগ্রামের বিনোদন কেন্দ্রসমূহ যেমন : চট্টগ্রামের পতেঙ্গা সী-বিচ, ফয়েজ লেক, নেভাল বীচ ইত্যাদি এলাকায় যে কোন ধরনের জমায়েত না হওয়ার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিনোদন কেন্দ্রগুলোতে ঈদ পরবর্তী সময়ে লোকসমাগমে নিষেধাজ্ঞা জারি করা হলো বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বাসস/জিই/কেএস/এফএইচ/২২১০/এবিএইচ