বাজিস-৫ : ‘রবি’র কিরণে শৈলজারঞ্জন’ প্রাক মুক্তি উপলক্ষে নেত্রকোনায় সেমিনার

156

বাজিস-৫
নেত্রকোণা-রবি- কিরণ
‘রবি’র কিরণে শৈলজারঞ্জন’ প্রাক মুক্তি উপলক্ষে নেত্রকোনায় সেমিনার
নেত্রকোনা, ২৬ জুলাহ ২০১৮ (বাসস) : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একান্ত সহচর, ইন্দিরা গান্ধীর শিক্ষক, বঙ্গবন্ধুর প্রিয় সঙ্গীত গুরু স্বরলিপিকার আচার্য শৈলজারঞ্জন মজুমদার-এর জীবন কর্মকে ঘিরে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘রবি’র কিরণে শৈলজারঞ্জন’ প্রাক মুক্তি উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দত্ত উচ্চ বিদ্যালয়ে নেত্রকোনার কৃতি সন্তান আচার্য শৈলজারঞ্জন মজুমদার-এর জীবন নির্ভর প্রামাণ্য চলচ্চিত্রের প্রাক মুক্তি ছাড়াও তার ১১৮ তম জন্মজয়ন্তী উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। নেত্রকোনা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় চয়নিকা ঢাকা এই সেমিনারের আয়োজন করে।
বেলা ১১টায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সেমিনারের উদ্বোধন করেন বিশ^ভারতী বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. স্বপন কুমার দত্ত ও জাতীয় কবি নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।
দত্ত উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান খান রতনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত কবি নির্মলেন্দু গুণ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, সহ-সভাপতি কর্ণেল (অব.) আব্দুন নূর খান, আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য এডভোকেট অসিত সরকার সজল, নেত্রকোনা সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম মোহাম্মদ খান পাঠান বিমল। স্বাগত বক্তব্য রাখেন দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম শাহজাহান কবীর সাজু, চয়নিকার প্রতিষ্ঠাতা ও প্রামাণ্য চলচ্চিত্রের পরিচালক এস বি বিপ্লব।
সেমিনারে প্রামাণ্য চলচ্চিত্র নিয়ে আলোচনা করেন লন্ডনে প্রথম বাংলা টিভির প্রতিষ্ঠাতা রবীন্দ্র প্রেমী ড.সুধীর কুমার ঘোষ, বিশ^ভারতী বিশ^বিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. সুমিত কুমার বসু, সহকারী অধ্যাপক ড. সুরজিত রায়, দূরদর্শন ও আকাশবানী’র উপস্থাপিকা প্রখ্যাত আবৃত্তি শিল্পী নিবেদিতা নাগ তহবিলদার প্রমুখ।
বাসস/সংবাদদাতা/১৭৪০/মরপা