বাজিস-৯ : ‘মুজিববর্ষ’ উপলক্ষে বরগুনায় পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

195

বাজিস-৯
বরগুনা-মুজিববর্ষ
‘মুজিববর্ষ’ উপলক্ষে বরগুনায় পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
বরগুনা, ২৮ জুলাই, ২০২০ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে জেলা পুলিশের বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে জেলা পুলিশ লাইন্সে বিভিন্ন প্রজাতির একাধিক ফলজবৃক্ষ রোপনের মধ্য দিয়ে এ বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন।
এ কর্মসূচির আওতায় জেলা পুলিশের বিভিন্ন কার্যালয় প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির পাঁচশতাধিক বৃক্ষ রোপন করা হবে।
বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. মফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. মহরম আলী, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৯৪৮/এমকে