বাসস ক্রীড়া-১৫ : ঈদের বিরতির পর আবারো অনুশীলন শুরু করবেন ক্রিকেটাররা

108

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট-অনুশীলন
ঈদের বিরতির পর আবারো অনুশীলন শুরু করবেন ক্রিকেটাররা
ঢাকা, ২৮ জুলাই ২০২০ (বাসস) : করোনাভাইরাসের কারনে কড়া প্রোটোকলের মাঝে দেশের ক্রিকেটারদের জন্য বিভিন্ন ভেন্যুতে অনুশীলনের ব্যবস্থা করেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। প্রথম পর্যায়ের অনুশীলন শেষে আজ মঙ্গলবার থেকে বিরতিতে যাচ্ছে ক্রিকেটাররা। আসন্ন ঈদুল ফিতরের পর আবারো নিজেদের প্রস্তুতি শুরু করবেন ক্রিকেটাররা।
প্রাথমিকভাবে আট দিনের ব্যক্তিগত অনুশীলনের ব্যবস্থা ছিলো। তবে খেলোয়াড়দের অনুরোধে অনুশীলনের জন্য দু’দিন বাড়ানো হয়। তাদের দাবীর প্রেক্ষিতে শুধুমাত্র মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের সময়সীমা বাড়ানো হয়।
ঈদুল আজহার বিরতির পর আবারো নিজেদের ব্যক্তিগত অনুশীলন শুরু করবে ক্রিকেটাররা এবং পরের পর্বে আরও কিছু ক্রিকেটারের যোগ দেয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন বোর্ডের এক কর্মকর্তা।
যদি অনুশীলনের জন্য খেলোয়াড় সংখ্যা বাড়ে, তবে গ্রুপ ট্রেনিংএর ব্যবস্থা করতে পারে বিসিবি। প্রতিটি গ্রুপে প্রাথমিকভাবে অল্প সংখ্যক খেলোয়াড় থাকতে পারে।
একই সাথে অক্টোবরে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্প শুরুর করার চিন্তা করছে বিসিবি।
ঈদের বিরতির পর আগামী ৮ আগস্ট থেকে শুরু হবে ক্রিকেটারদের অনুশীলন।
বিসিবির নেয়া কড়া প্রোটোকলের মাঝে প্রথম পর্বে দেশের সর্বমোট ১৪জন ক্রিকেটার বিভিন্ন ভেন্যুতে অনুশীলন করেছিলো।
স্টেডিয়ামে অনুশীলন করার জন্য নিজেরাই আগ্রহ প্রকাশ করে ক্রিকেটাররা। প্রাথমিকভাবে ১৯ জুলাই থেকে নয়জন খেলোয়াড়কে নিয়ে অনুশীলনের ব্যবস্থা করে বিসিবি। তারা চারটি ভেন্যুতে ব্যক্তিগত অনুশীলনের ব্যবস্থা করে। ভেন্যুগুলো হলো- ঢাকা, সিলেট, খুলনা ও চট্টগ্রাম।
পরবর্তীতে নাজমুল হোসেন শান্তর অনুশীলনের জন্য রাজশাহীকে ভেন্যু হিসেবে যোগ করে বিসিবি।
এর আগে, মুশফিকুর রহিম-মোহাম্মদ মিঠুন-শফিউল ইসলাম-ইমরুল কায়েস-তাসকিন আহমেদ মেহেদি হাসান রানা মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করেন। পরবর্তীতে সেখানে যোগ দেন এনামুল হক বিজয়।
অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ-মেহেদি হাসান ও উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান অনুশীলন করেন খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেন পেসার সৈয়দ খালেদ আহমেদ ও স্পিনার নাসুম আহমেদ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুশীলন করছেন অফ-স্পিনার নাইম হাসান।
রোববার পর্যন্ত খেলোয়াড়দের অনুশীলনে নির্দেশিত সুরক্ষা সর্ম্পকিত সমস্যাগুলো পর্যবেক্ষন করে বোর্ড। এই সময় খেলোয়াড়দের সুরক্ষার বিষয়গুলোও পর্যবেক্ষণ করা হয়। পরবর্তীতে মিরপুরে আরও দু’দিন অনুশীলনের সময়সীমা বাড়ানো হয়।
স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারনে শুরুতেই খেলোয়াড়দের অনুশীলনে অনিচ্ছুক ছিলো বিসিবি। যদিও বিশ্বের অনেক দেশই নিজেদের অনুশীলন শুরু করেছে।
তবে ৩৫ জন খেলোয়াড়ের সাথে ভার্চুয়াল বৈঠকের পর, বোর্ড ব্যক্তিগত অনুশীলন শুরুর সিদ্বান্ত নেয়। যা ফিটনেস অনুশীলনের উপর নির্ভর করেছিলো। বোলাররা বোলিং অনুশীলনের কোন সুযোগ পাননি। তবে তারা জগিং ও জিম করে সন্তুষ্ঠ ছিলেন। ব্যাটসম্যানরা ব্যাটিং করার সুযোগ পেয়েছিলো, সেটিও আবার বোলিং মেশিনের মাধ্যমে।
বাসস/এএমটি/১৯১৩/স্বব