বাসস ক্রীড়া-১১ : বিশ্বকাপের বাছাইপর্বে ৬ থেকে বাড়িয়ে ৮ দল করেছে কনকাকাফ

117

বাসস ক্রীড়া-১১
ফুটবল-কঙ্কাকাফ-বিশ্বকাপ-বাছাই
বিশ্বকাপের বাছাইপর্বে ৬ থেকে বাড়িয়ে ৮ দল করেছে কনকাকাফ
মিয়ামি, ২৮ জুলাই ২০২০ (বাসস/এএফপি) : আসন্ন ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে দল সংখ্যা থেকে বাড়িয়ে আটটি করেছে উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবিয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফ। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে তারা।
এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায় মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কোস্টারিকা, জ্যামাইকা ও হন্ডুরাস – এই ৫টি দেশ সয়ংক্রিয়ভাবে আট দলের রাউন্ড রবিন লীগের ম্যাচে সরাসরি অংশগ্রহন করতে পারবে। এই ৫টি দল কনকাকাফের ৩৫টি ফিফা সদস্য দেশের প্রিলিমিনারি বাছাইপর্ব থেকে উঠে আসা তিন দেশের সঙ্গে যুক্ত হবে।
আগামী অক্টোবরে প্রিলিমিনারি পর্ব শুরু হবে যেখানে বাকী ৩০টি দেশ ৬ গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। গ্রুপ সেরা ছয়টি দল দুই লেগের দ্বিতীয় পর্বে অংশগ্রহন করবে। সেখান থেকে জয় পাওয়া তিনটি দল চুড়ান্ত বাছাইপর্বে অংশগ্রহন করবে।
আগামী ২০২১ সালের জুনে অনুষ্ঠিত হবে এই চুড়ান্ত বাছাইপর্ব। এর আট মাস পর কাতারে শুরু হবে ২০২২ বিশ্বকাপের আসর।
বাসস/এএফপি/এমএইচসি/১৮৩৫/স্বব