বাসস দেশ-২৪ : আইজিপির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

122

বাসস দেশ-২৪
আইজিপি-ভারতীয় হাইকমিশনার
আইজিপির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
ঢাকা, ২৮ জুলাই, ২০২০ (বাসস) : পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ আজ মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
সাক্ষাতকালে আইজিপি এবং ভারতীয় হাইকমিশনার পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।
এসময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এফএইচ/১৮৩৫/এএএ