বাসস দেশ-১১ : করোনায় চট্টগ্রামে নতুন আক্রান্ত ১০৮ জন

120

বাসস দেশ-১১
চট্টগ্রাম-করোনা
করোনায় চট্টগ্রামে নতুন আক্রান্ত ১০৮ জন
চট্টগ্রাম, ২৮ জুলাই, ২০২০ (বাসস) : চট্টগ্রামে করোনার নমুনা পরীক্ষার সর্বশেষ রিপোর্টে নতুন করে ১০৮ জন পজেটিভ শনাক্ত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে এ রিপোর্ট প্রকাশ কালে সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন দের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ১ জন।
রিপোর্টে জানা যায়, সরকারি-বেসরকারি মিলিয়ে চট্টগ্রামের ৬টি এবং কক্সবাজারের একটি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৮০৬টি নমুনা পরীক্ষা করা হয়। নতুন ১০৮ জন নিয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হলেন ১৩ হাজার ৯৭৬ জন।
ল্যাব ভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে দেখা যায়, এদিন সবচেয়ে বেশি (৩০৩টি) নমুনা পরীক্ষা হয় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে। এরমধ্যে ১২ জনের দেহে সংক্রমণের প্রমাণ মেলে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৬৪টি নমুনার মধ্যে ৩৪ টিকে পজেটিভ হিসেবে চিহ্নিত করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৩৩ নমুনা পরীক্ষায় ১৯টিতে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫৫ জনের নমুনা পরীক্ষা হয়। এতে ৭ জন পজেটিভ হন।
বেসরকারি দু’টি ল্যাব ইম্পেরিয়াল হাসপাতালে ১০৪ জনের নমুনায় ১৯ জন এবং শেভরনে ৪৭ জনের নমুনায় ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হন। এদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২টি নমুনা পরীক্ষা হলেও কোনটিতে করোনার অস্তিত্ব মেলেনি।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ৭টি ল্যাবে ৮০৬ জনের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে ১০৮ জনের দেহে। এর মধ্যে নগরীর ৮৮ জনএবং বিভিন্ন উপজেলার ২০ জন।
উপজেলা পর্যায়ে করোনায় আক্রান্ত নতুন ২০ জনের মধ্যে হাটহাজারীর ৭ জন, ফটিকছড়ির ৬জন, সাতকানিয়াও চন্দনাইশের ২ জন করে এবং পটিয়া, রাউজান ও মিরসরাইয়ের ১ জন করে রয়েছেন।
বাসস/জিই/কেএস/কেসি/১৫৪৫/কেজিএ