বর্ষসেরা কোচ ক্লপ

251

লন্ডন, ২৮ জুলাই ২০২০ (বাসস) : লিগ ম্যানেজার্স এসোসিয়েশনের (এলএমএ) ভোটে বর্ষসেরা ম্যানেজারের পুরস্কার জয় করেছেন লিভারপুলের জার্গেন ক্লপ। তার অধীনে ৩০ বছরের খরা কাটিয়ে এবারের মৌসুমে লিগ শিরোপা ঘরে তুলেছে অল রেডসরা।
এর আগে এই মৌসুমেই ক্লপের অধীনে ফিফা ক্লাব বিশ্বকাপও ঘরে তুলেছিল লিভারপুল। সাবেক ম্যানেচস্টার ইউনাইটেড বস এ্যালেক্স ফার্গুসন এবারের বর্ষসেরা কোচের নাম ঘোষনা করেন। ফার্গুসনের নামেই বর্তমানে এই ট্রফিটি দেয়া হচ্ছে। ক্লপের নাম ঘোষনা করতে গিয়ে স্কাই স্পোর্টসে ফার্গুসন বলেছেন, ‘জার্গেন অসাধারণ একজন কোচ। এই পুরস্কার তারই প্রাপ্য। ৩০ বছর পর লিগ শিরোপা জয় করা মোটেই সহজ কাজ নয়। দলের পারফরমেন্স লেভেলও দুর্দান্ত ছিল।’
বরুসিয়া ডর্টমুন্ডের সাবেক বস ক্লপ ফার্গুসন সম্পর্কে বলেছেন, ‘আমি সব সময়ই ফার্গুসনকে শ্রদ্ধা করি। আমার মনে আছে প্রথম কোন বৃটিশ ম্যানেজার হিসেবে আমি তার সাথে দেখা করেছিলাম। আমি জানি না ঘটনাটা তার কতটুকু মনে আছে। কিন্তু আমার সব কিছুই মনে আছে, কারন ঐ মুহূর্তটি আমার কাছ পোপের সাথে দেখা করার মতই মনে হয়েছে। তার নামে এই ধরনের একটি ট্রফি আমি হাতে তুলতে পারবো এটা কল্পনাও করতে পারিনি।’
গত মৌসুমের বর্ষসেরা বিজয়ী শেফিল্ড ইউনাইটেডের ম্যানেজার ক্রিস ওয়াইল্ডার এবার রানার্স-আপ হয়েছেন।