বাসস ক্রীড়া-১২ : মিশর জাতীয় দলের কোচের জন্য চার প্রার্থী

160

বাসস ক্রীড়া-১২
ফুটবল-মিশর-কোচ
মিশর জাতীয় দলের কোচের জন্য চার প্রার্থী
কায়রো, ২৬ জুলাই, ২০১৮ (বাসস/এএফপি) : জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে চার জনের সংক্ষিপ্ত তালিকা করেছে মিশর ফুটবল ফেডারেশন। এ তালিকা থেকে একজনকে বেছে নেয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
বাছাইকৃত ওই কোচরা হলেন, স্পেনের কুইকু সানচেজ ফ্লোরেস, মেক্সিকোর জাভিয়ার এগুইরে, বসনিয়ার ভাহিদ হালিহোদিচ এবং কলম্বিয়ার জর্জ লুইস পিন্টো। টুইটারের মাধ্যমে এদের নাম প্রকাশ করেছে ফেডারেশন।
মিশরের সাবেক ফুটবলার মাগদি আবদেলঘানি ও হাজেম ঈমাম এবং সাবেক আন্তর্জাতিক রেফারি ইসাম আবদেল-ফাত্তাহ’র সমন্বয়ে গঠিত কমিটি একজনের নাম চূড়ান্ত করবে বলে ফেডারেশন জানিয়েছে।
রাশিয়া বিশ্বকাপ শেষ হবার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে মিশরের আর্জেন্টাইন কোচ হেক্টর কুপারের মেয়াদ। বিশ্বকাপে গ্রুপ পর্বের তিন ম্যাচের সবগুলোতেই হেরে যাওয়া দলটি এখন হেক্টরের উত্তরসুরি খুঁজছে। ২০১৫ সালের মার্চে মিশর জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব গ্রহণ করেছিলেন ওই আর্জেন্টাইন। তার তত্ত্বাবধানেই ২৮ বছর পর ফের বিশ্বকাপের চূড়ান্ত আসরে অংশগ্রহণের সুযোগ লাভ করেছে ফারাওরা।
বাসস/এএফপি/এমএইচসি/১৭২০/স্বব