বাসস ক্রীড়া-৪ : চ্যাম্পিয়ন্স লিগে দিবালার খেলা নিয়ে শঙ্কা

106

বাসস ক্রীড়া-৪
ফুটবল-জুভেন্টাস
চ্যাম্পিয়ন্স লিগে দিবালার খেলা নিয়ে শঙ্কা
তুরিন, ২৮ জুলাই ২০২০ (বাসস) : আগামী ৭ আগস্ট লিঁওর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র ফিরতি লেগে আর্জেন্টাইন ফরোয়ার্ড জুভেন্টাসের পাওলো দিবালার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ইতালিয়ান চ্যাম্পিয়নদের পক্ষ থেকে দিবালার থাইয়ের ইনজুরির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রোববার তুরিনে সাম্পদোরিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়ের মাধ্যমে জুভেন্টাসের টানা নবম লিগ শিরোপা নিশ্চিত হয়। এই ম্যাচটিতে ছিলেন না দিবালা ও ব্রাজিলিয়ান রাইট-ব্যাক ডানিলো। জুভেন্টাসের পক্ষ থেকে জানানো হয়েছে স্ক্যান রিপোর্টে দিবালার বাম থাইয়ের পেশীতে ইনজুরি ধরা পড়েছে। প্রতিদিনই তার কন্ডিশন পর্যবেক্ষন করা হবে। এই ধরনের ইনজুরি থেকে পুরোপুরি সেড়ে উঠতে সাধারনত ১০ থেকে ১৪ দিন সময় লাগে। যে কারনে চলতি সপ্তাহে কাগলিয়ারি ও রোমার বিপক্ষে সিরি-এ লিগের শেষ দুটি ম্যাচে দিবালার খেলা হচ্ছেনা, এটা প্রায় নিশ্চিত। তুরিনে লিঁওর বিপক্ষে ম্যাচ নিয়েও ঝুঁকি রয়েছে। ফ্রান্সে প্রথম লেগের ম্যাচে তুরিনের জায়ান্টরা ১-০ গোলে পরাজিত হয়েছিল।
এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতাসহ ১১টি লিগ ম্যাচে ১৭ গোল করে দিবালা মরিজিও সারির দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিনত হয়েছেন। রোববার ম্যাচ শেষে সারি বলেছেন, ‘ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও দিবালা অন্যদের সাথে আমাদের পার্থক্য গড়ে দিয়েছে। এই শিরোপার জন্য অনেকটা ধন্যবাদই তাদের প্রাপ্য।’
এদিকে রাইট-ব্যাক ডানিলোর করোনা পরীক্ষা নেগেটিভ আসায় তাকে খেলার সবুজ সঙ্কেত দেয়া হয়েছে। তবে গত সপ্তাহে ডান থাইয়ের ইনজুরিতে পড়ায় শেষ ১৬’র ম্যাচে খেলতে পারছেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডগলাস কস্তা। ফিটনেস ইস্যু ও পারফরমেন্সের ধারাবাহিকতা না থাকলেও সারির দলে গুরুত্বপূর্ণ খেলোয়ার ছিলেন কস্তা। এবারের মৌসুমে বেশীরভাগ ম্যাচে ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড দ্বিতীয়ার্ধে বদলী হিসেবে খেলতে নেমেছেন।
১৯৯৬ সালের পর প্রথম এবং সব মিলিয়ে তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামবে জুভেন্টাস। ২০১৫ ও ২০১৭ সালসহ এনিয়ে মোট সাতবার রানার্সÑআপ হয়েছে ইতালিয়ান জায়ান্টরা।
বাসস/নীহা/১৪৪০/স্বব