বাজিস-১২ : সাতক্ষীরায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্র্স্তদের মাঝে ‘নন-ফুড আইটেম’ বিতরণ

213

বাজিস-১২
সাতক্ষীরা-বিতরণ
সাতক্ষীরায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্র্স্তদের মাঝে ‘নন-ফুড আইটেম’ বিতরণ
সাতক্ষীরা, ২৭ জুলাই ২০২০ (বাসস): জেলায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্র্স্থ শ্যমনগর উপজেলার দেড়শ’টি পরিবারের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে আজ ‘নন-ফুড আইটেম’ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ (এইচ.সি) পাইলট মডেল মাধ্যমিক স্কুল মাঠে এসব সামগ্রি বিতরণ করা হয়।
শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস. এম. আতাউল হক দোলন এবং জেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক মো. হায়দার আলী এসব সামগ্রি বিতরণ করেন।
শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের ৭৫টি পরিবার ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৭৫টি পরিবারের মাঝে বিতরণকৃত এসব ‘নন-ফুড আইটেম’ গুলোর মধ্যে রয়েছে- ঘরবাড়ি মেরামতের যন্ত্রপাতি, হাইজিন পার্সেল, কিশোরী ও মহিলাদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রি ও প্রসাধনী, এিফল, বালতি ইত্যাদি।
বাসস/সংবাদদাতা/২১১৬/এমকে