বাসস ক্রীড়া-১৭ : সবার আগে মরুরদেশে যাবে ধোনিরা

196

বাসস ক্রীড়া-১৭
ক্রিকেট-চেন্নাই সুপার কিংস
সবার আগে মরুরদেশে যাবে ধোনিরা
নয়া দিল্লি, ২৭ জুলাই ২০২০ (বাসস) : আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। করোনাভাইরাসের কারনে আইপিএলের ১৩তম আসর বসবে সংযুক্ত আরব আমিরাতে।
মরুদেশে আইপিএলে অংশগ্রহনের জন্য দলগুলোকে ২০ আগস্টের মধ্যে আরব আমিরাতে পৌঁছাতে হবে। কিন্তু সবার আগে মরুরদেশে পৌঁছাবে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস।
আগস্টের দ্বিতীয় সপ্তাহে মরুরদেশে পৌঁছাবে ধোনির দল। আইপিএলের গত আসরে রানার্সআপ হয়েছিল চেন্নাই। ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরেছিলো চেন্নাই। আইপিএলে তিনবার শিরোপা জিতেছে চেন্নাই। তিনবারই ধোনির নেতৃত্বে।
গত বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে ভারতের সাবেক অধিনায়ক ধোনি। আইপিএল দিয়ে তাকে আবারো প্রমান করতে জাতীয় দলে ফেরার সক্ষমতা এখনো তার আছে।
এবারের আইপিএলের ফাইনাল হবে আগামী ৮ নভেম্বর।
বাসস/এএমটি/২০২৬/স্বব