বাসস ক্রীড়া-১৪ : ইউএস ওপেনে চোখ মারের

115

বাসস ক্রীড়া-১৪
টেনিস-মারে
ইউএস ওপেনে চোখ মারের
লন্ডন, ২৭ জুলাই ২০২০ (বাসস) : করোনাভাইরাসের কারণে গেল মার্চ থেকে বিশ্ব টেনিস কোর্ট স্তব্ধ। এতে স্থগিত হয়েছে বেশক‘টি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। তবে আগামী মাসে ইউএস ওপেন দিয়ে আবারো কোর্টে ফেরার স্বপ্ন দেখছেন সাবেক নাম্বার ওয়ান ব্রিটেনে এন্ডি মারে।
চলতি সপ্তাহে লন্ডনে ব্রিটিশ দলের হয়ে একটি টেনিস ইভেন্টে অংশ নিয়েছিলেন মারে। এবার আগামী ৩১ আগস্ট নিউইয়র্কের হার্ড কোর্টে শুরু হতে যাওয়া ইউএস ওপেনে দৃষ্টি রেখেছেন মারে।
২০১২ সালে ইউএস ওপেন জয় করা মারে এবারও সাফল্যের প্রত্যাশা করছেন।
মারে বলেন, ‘আসন্ন আসরকে সামনে রেখে আমাদের সেভাবে চেষ্টা এবং প্রস্তুত হতে হবে। আমরা চার-পাঁচ সপ্তাহ আগে বলেছিলাম, এটি নিয়ে আমরা নিয়ে বেশি চিন্তায় ছিলাম কিন্তু মানসিকভাবে কিছু পর্যায়ে আপনাদের প্রস্তুতি ও পরিকল্পনা শুরু করা দরকার।’
করোনার কারনে আতঙ্কিত হলেও, অন্যান্য খেলার মত টেনিসও কোের্ট ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী মারে।
গেল মার্চ থেকে শীর্ষস্থানীয় পুরুষ ও নারীদের সব টুর্নামেন্ট স্থগিত।
গেল সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে পুরুষদের টেনিস মৌসুম শুরু করার কারনে টেনিস প্রধানরা একটি টুর্নামেন্টকে বাতিল করে দেন।
বেশ কিছু তারকা খেলোয়াড়, ইউএস ওপেন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এরমধ্যে নাম্বার ওয়ান সার্বিয়ার নোভাক জকোভিচও রয়েছেন। এ মাসের শুরুর দিকে তিনি বলেছিলেন, টুর্নামেন্টের জন্য ভ্রমন করবেন কি-না, তা নিয়ে সংশয় রয়েছেন।
মারে বলেন, ‘আশা করি, এটি শুরু হবে, কিন্তু যদি নাওও হয়, তাতে কোন সমস্যা নেই। এটি এমন নয় যে, আমি বলছি, এটি অবশ্যই হতে হবে। আমাদের জন্য নিরাপদ হলেই প্রতিযোগিতায় শুরু করার চেষ্টা করা উচিত।’
তিনি আরও বলেন, ‘কিছু খেলা ফিরে এসেছে এবং মনে হচ্ছে, ভালোই হচ্ছে, ফুটবল বড় উদাহরন। খেলোয়াড়দের ভ্রমণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
বাসস/এএমটি/১৮৪৪/স্বব