বাসস দেশ-৩৩ : বিএসএমএমইউকে ন্যাজাল ক্যানোলা মেশিন প্রদান করেছে এস আলম গ্রুপ

104

বাসস দেশ-৩৩
করোনা-ক্যানোলা
বিএসএমএমইউকে ন্যাজাল ক্যানোলা মেশিন প্রদান করেছে এস আলম গ্রুপ
ঢাকা, ২৭ জুলাই, ২০২০ (বাসস) : করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে দুটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন দিয়েছে এস আলম গ্রুপ।
আজ বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া তার কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ মেশিন দুটি গ্রহন করেন।
এসময় উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো: জাহিদ হোসেন, বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিদর্শন) ও সোসাইটি অফ অটোল্যারিংগোলজি- হেড এন্ড নেক সার্জারি অফ বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল হাসনাত জোয়ারদার প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে ‘বৃক্ষরোপণ কর্মসূচী ২০২০’ এর উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।
আজ বিএসএমএমইউ ক্যাম্পাসের পরীবাগস্থ ডক্টরস ডরমেটরির সামনের উন্মুক্ত স্থানে আম গাছের চাড়া রোপণের মাধ্যমে এই বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।
বাসস/সবি/এসএস/১৭১২/-শআ