বাসস ক্রীড়া-৫ : স্পার্স ছাড়ার বিষয়টি নিশ্চিত করলেন ইয়ান ভার্টংহেন

105

বাসস ক্রীড়া-৫
ফুটবল-ইংলিশ-টটেনহ্যাম- ভার্টনঝেন
স্পার্স ছাড়ার বিষয়টি নিশ্চিত করলেন ইয়ান ভার্টংহেন
লন্ডন, ২৭ জুলাই ২০২০ (বাসস/এএফপি): দীর্ঘ আট বছর প্রিমিয়ার লীগের ক্লাব টটেটনহ্যামে কাটানোর পর সোমবার ক্লাবটি ছেড়ে যাবার ঘোষণা দিয়েছেন ইয়ান ভার্টংহেন । বেলজিয়ামের এই ডিফেন্ডারের বর্তমান চুক্তির মেয়াদ গত জুনে বাড়িয়ে মৌসুমেরর শেষভাগ পর্যন্ত করা হয়েছিল। ২০১২ সালে আয়াক্স ছেড়ে টটেনহ্যামে যোগে দেয়ার পর এ পর্যন্ত ক্লাবটির হয়ে ৩০০টিরও বেশী ম্যাচে অংশ নিয়েছেন তিনি।
এক টুইট বার্তায় ভার্টংহেন লিখেছেন, ‘এই ক্লাবে আমার সময় ফুরিয়ে এসেছে। এটি বিভিন্ন কারণে আমার কাছে দু:খের দিন। এখানে যে সব বন্ধু সৃস্টি হয়েছে আমি তাদের মিস করব। সেই সঙ্গে মিস করব এখানকার স্টাফ, চমৎকার এই স্টেডিয়াম এবং অবশ্যই দর্শকদের।’
এক বছরের চুক্তি শেষ হওয়ায় গোল রক্ষক মিচেল ভর্মও স্পার্স ছাড়তে যাচ্ছেন। রোববার ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর স্পার্সের খেলোয়াড়রা এই জুটিকে অভিবাদন জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ফলাফলে হোসে মরিনহোর এই ক্লাবটি আগামী মৌসুমের ইউরোপা লীগে অংশগ্রহন নিশ্চিত করেছে।
ইনস্টাগ্রাম একাউন্টে হ্যারি কেন লিখেছেন,‘ ভার্টংহেন ও ভর্মের জন্য শুভ কামনা জানানো ছাড়া আর কিছুই দেয়ার নেই। মাঠে খেলার সময় ও ডেসিং রুমে তাদের সঙ্গে অনেক কিছুই ভাগাভাগি করেছি।’
বাসস/এএফপি/এমএইচসি/১৭০০/স্বব