বাসস ক্রীড়া-৬ : হেটমায়ারের রেকর্ড

137

বাসস ক্রীড়া-৬
ক্রিকেট-বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
হেটমায়ারের রেকর্ড
গায়ানা, ২৬ জুলাই ২০১৮ (বাসস) : বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নাম তুললেন ওয়েস্ট ইন্ডিজের মিডল-অর্ডার ব্যাটসম্যান শিমরোন হেটমায়ার। দেশের মাটিতে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড গড়েন ২১ বছর বয়সী হেটমায়ার।
গায়ানায় বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং-এ নামে ওয়েস্ট ইন্ডিজ। ৫৫ রানে দ্বিতীয় উইকেট পতনের পর ক্রিজে যান হেটমায়ার। সতীর্থরা যেখানে বড় ইনিংস খেলতে ব্যর্থ, সেখানে এক প্রান্ত আগলে রানের চাকা সচল রাখেন হেটমায়ার।
নিজের ৮৪তম বলে সেঞ্চুরি করেন হেটমায়ার। ওয়ানডে ক্যারিয়ারের ১১তম ম্যাচেই দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন হেটমায়ার। চলতি বছরের মার্চে হারারেতে সংযুক্ত আরব আমিরাতে বিপক্ষে প্রথম সেঞ্চুরির স্বাদ নিয়েছিলেন তিনি।
দ্বিতীয় সেঞ্চুরির পরও রান তোলায় পারদর্শী ছিলেন একবার জীবন পাওয়া হেটমায়ার। তিনি পরের ২৫ রান করেন মাত্র ৯ বলে । ৩টি চার ও ৭টি ছক্কায় ৯৩ বলে ১২৫ রানে গিয়ে থামেন হেটমায়ার।
হেটমায়ারের রেকর্ড গড়া সেঞ্চুরির ম্যাচে ৩ রানে জিতে সিরিজে সমতা আনতে পারে ওয়েস্ট ইন্ডিজ।
বাসস/এএমটি/১৬১৫/স্বব