বাসস দেশ-৩১ ; প্রথমবারের মত ভার্চুয়াল উপস্থিতিতে তথ্য কমিশনে শুনানী গ্রহণ

117

বাসস দেশ-৩১
আইসি-ভার্চুয়াল-শুনানী
প্রথমবারের মত ভার্চুয়াল উপস্থিতিতে তথ্য কমিশনে শুনানী গ্রহণ
ঢাকা, ২৭ জুলাই, ২০২০ (বাসস) : বর্তমান করোনা পরিস্থিতিতে জনগণের তথ্য অধিকার নিশ্চিতে প্রথমবারের মত ভার্চুয়াল উপস্থিতিতে তথ্য কমিশনে শুনানী গ্রহণ করা হয়েছে।
আজ তথ্য কমিশনে প্রথমবারের মত এই ভার্চুয়াল পদ্ধতিতে শুনানী গ্রহণ করা হয়।
শুনানী করেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ, তথ্য কমিশনার সুরাইয়া বেগম এনডিসি এবং তথ্য কমিশনার আবদুল মালেক।
এর আগে কমিশন ভার্চুয়াল পদ্ধতিতে শুনানী গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে ।
ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে যশোর সদর উপজেলার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং যশোরের ঝিকরগাছা উপজেলার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগের শুনানী গ্রহণ করে চূড়ান্ত নিষ্পত্তি করা হয়।
অপরদিকে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জের বিরুদ্ধে আনা অভিযোগের পুনঃ শুনানীর তারিখ নির্ধারণ করা হয়।
বাসস/সবি/ এমএন/১৬২৮/কেকে