বাসস ক্রীড়া-১ : শীর্ষ চারে থেকে প্রিমিয়ার লিগ শেষ করলো চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড

92

বাসস ক্রীড়া-১
ফুটবল-প্রিমিয়ার লিগ
শীর্ষ চারে থেকে প্রিমিয়ার লিগ শেষ করলো চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড
লন্ডন, ২৭ জুলাই ২০২০ (বাসস) : প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মৌসুম কাল শেষ হয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি শেষ পর্যন্ত শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করার মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি জায়গা করে নিয়েছে। নাটকীয়তা ভরা শেষদিনে বোর্নমাউথ ও ওয়াটফোর্ড রেলিগেশন এড়াতে পারেনি।
এর আগে গত মাসেই লিভারপুলের শিরোপা জয় নিশ্চিত হয়েছিল। কিন্তু তারপরেও গত বছর ৯ আগস্ট থেকে শুরু হওয়া এই লিগের শেষ দিনের শেষ ৯০ মিনিট পর্যন্ত অনেক কিছুরই মিমাংসার জন্য অপেক্ষা করতে হয়েছে। বিশেষ করে করোনাভাইরাসের কারনে তিন মাস বন্ধ থাকার পর লিগের অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়েছিল।
পঞ্চম স্থানে থাকা লিস্টার সিটির বিপক্ষে ২-০ গোলের জয়ের মাধ্যমে শেষ পর্যন্ত লিগের তৃতীয় স্থান নিশ্চিত হয় ওলে গানার সুলশারের ইউনাইটেডের। অন্যদিকে উল্ফসকে ২-০ গোলে পরাজিত করে টেবিলের চতুর্থ স্থানে থেকে মৌসুম শেষ করে চেলসি।
টেবিলের অন্যপ্রান্তে বোর্নমাউথ ও ম্যানেজার বিহীন ওয়াটফোর্ড শেষের আগের দুটি স্থানে থেকে চ্যাম্পিয়নশীপে নেমে গেছে। ওয়েস্ট হ্যামের সাথে ১-১ গোলে ড্র করে স্বস্তির নি:শ^াস ফেলেছে এ্যাস্টন ভিলা। মাত্র এক পয়েন্টের ব্যবধানে তারা রেলিগেশন এড়িয়েছে।
আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলবে পঞ্চম স্থানে থাকা লিস্টার সিটি। সেখানে তাদের সাথে আরো খেলবে টটেনহ্যাম। ক্রিস্টাল প্যালেসের সাথে শেষ ম্যাচে স্পার্সরা ১-১ গোলে ড্র করেছে।
আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ফিরে আসার জন্য ফ্রাংক ল্যাম্পার্ডের দলের মাত্র এক পয়েন্টের প্রয়োজন ছিল। প্রথমার্ধের ইনজুরি টাইমের দুই গোলে স্ট্যামফোর্ড ব্রীজে তাদের জয় নিশ্চিত হয়। ইনজুরি টাইমে প্রথম মিনিটে মেসন মাউন্টের ফ্রি-কিকে চেলসি এগিয়ে যায়। এরপর চতুর্থ মিনিটে অলিভার গিরুদের গোলে ব্লুজদের জয় নিশ্চিত হয়।
এদিকে কিং পাওয়ার স্টেডিয়ামে প্রথমার্ধটা মোটেই ভাল কাটেনি ইউনাইটেডের। গোলশুন্য ড্র থাকার পর ৭১ মিনিটে পেনাল্টি স্পট থেকে ডেড লক ভাঙ্গেন ব্রুনো ফার্নান্দেস। স্টপেজ টাইমের আট মিনিটে জেসি লিঙ্গার্ড ব্যবধান দ্বিগুন করার পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন। এই জয়ে চেলসির সাথে সমান ৬৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে তৃতীয় স্থানে থেকে চ্যাম্পিয়ন্স লিগে ফিরে এসেছে ইউনাইটেড। মৌসুমের শুরুতে একেবারেই হতাশ করা ইউনাইটেডের জন্য এই ফলাফল অনেকটা স্বপ্নের মতই। মূলত সুলশারের অধীনেই রেড ডেভিলসরা নিজেদের ধীরে ধীরে টেনে তুলেছে। তবে মৌসুমের বেশীরভাগ সময়ই শীর্ষ চারে থাকা ব্রেন্ডন রজার্সের লিস্টারের জন্য চ্যাম্পিয়ন্স লিগে না খেলাটা ছিল দারুন হতাশার।
চলতি মাসের শুরুতে কোচ নিগেল পিয়ারসনকে বরখাস্ত করা ওয়াটফোর্ড এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই গোল হজম করে বসে। ফরোয়ার্ড আলেক্সান্দ্রে লাকাজেত্তেকে ফাউলের অপরাধে ক্রেইগ ডওসনের বিপক্ষে পেনাল্টি আদায় করে নেয় আর্সেনাল। দীর্ঘ সময় ভিএআর প্রযুক্তি ব্যবহার করে তা নিশ্চিত করা হয়। স্পট কিক থেকে পিয়েরে-এমেরিক অবামেয়াং ৫ মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন। ২৪ ও ৩৩ মিনিটে কিয়েরান টিয়েরনি ও অবামেয়াংয়ের পরপর দুই গোলে আর্সেনালের জয় নিশ্চিত হয়। আর এতেই ওয়াটফোর্ডের কপাল পুড়ে। পুরো ম্যাচে আর ফিরে আসতে পারেনি তলানির থেকে দ্বিতীয় স্থানে থাকা ওয়াটফোর্ড।
গুডিসন পার্কে এভারটনকে ৩-১ গোলে পরাজিত করে ভাগ্য সুপ্রসন্ন হয়নি বোর্নমাউথের। আরেক ম্যাচে এ্যাস্টন ভিলাকে পরাজিত করতে হতো ওয়েস্ট হ্যামকে। ৮৪ মিনিটে জ্যাক গ্রিলিশের গোলে ভিলা এগিয়ে যায়। কিন্তু এক মিনিট পরেই আন্দ্রি ইয়ামোলেকোর গোল নাটকীয়ভাবে ম্যাচে সমতা ফেরায় হ্যামার্সরা। আর এই এক পয়েন্টেই বোর্নমাউথকে পিছনে ফেলে রেলিগেশন এড়িয়েছে ভিলা।
লন্ডনের সেলহার্স্ট পার্কে হ্যারি কেনের গোলে ১৩ মিনিটেই এগিয়ে গিয়েছিল টটেনহ্যাম। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে জেফরি শুলেপের গোলে সমতায় ফেরায় ক্রিস্টাল। এই এক পয়েন্টে ষষ্ঠ স্থান নিশ্চিত হয় হোসে মরিনহোর দলের।
নিউক্যাসেলকে ৩-১ গোলে পরাজিত করে ৯৯ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করেছে লিভারপুল। তলানির দল নরউইচ সিটিকে শেষ ম্যাচে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে লিগের দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি দারুন আত্মবিশ^াস নিয়ে লিগ শেষ করলো।
বাসস/নীহা/১৬২০/স্বব