নদ-নদীর ৪৭টি পানি সমতল পর্যবেক্ষণ স্টেশনে পানি বৃদ্ধি পেয়েছে

198

ঢাকা, ২৬ জুলাই, ২০১৮ (বাসস) : দেশে নদ-নদীর পর্যবেক্ষণে ৯৪টি পানি সমতল স্টেশনের মধ্যে ৪৭টিতে পানির সমতল বৃদ্ধি পেয়েছে এবং ৪১টি স্টেশনে হ্রাস পেয়েছে,৬টি স্টেশনে পানি সমতল অপরিবর্তিত রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা নদনদী সমূহের পানি সমতল স্থিতিশীল আছে যা আগামী ২৪ ঘন্টা অব্যাহত থাকতে পারে।গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে যা আগামী ২৪ ঘন্টা অব্যাহত থাকতে পারে। এছাড়া উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামী ৪৮ ঘন্টা অব্যাহত থাকতে পারে। দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী, মুহুরী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে যা আগামী ৪৮ ঘন্টায় পুনরায় বৃদ্ধি পেতে পারে।
গত ২৪ ঘন্টায় কক্সবাজারে সর্বোচ্চ ৩১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায় বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতীয় অঞ্চলসমূহে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।