সবাই এগিয়ে এলে করোনা ভাইরাস মোকাবেলা সম্ভব : কনক কান্তি বড়ুয়া

116

ঢাকা, ২৬ জুলাই, ২০২০ (বাসস) : করোনাভাইরাসের এই দুর্যোগকালে করপোরেট প্রতিষ্ঠানসহ সবাই এগিয়ে এলে তা মোকাবেলা করা সম্ভব হবে।
আজ বিএসএমএমইউয়ে ডা. মিল্টন হলে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জন্য ৮টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন হস্তান্তর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এ কথা বলেন।
প্রিমিয়ার সিমেন্টের পক্ষ থেকে এর সিইও তারিক কামাল এগুলো হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা.সৈয়দ মোজাফফর আহমেদ এবং প্রিমিয়ার সিমেন্টের ডিজিএম,মার্কেটিং ফেরদৌস আমিন।