বাসস দেশ-৩৪ : স্থানীয় সরকার বিভাগের শুদ্ধাচার পুরস্কার পেলেন ৩ কর্মকর্তা

121

বাসস দেশ-৩৪
এলজিআরডি-শুদ্ধাচার-পুরস্কার
স্থানীয় সরকার বিভাগের শুদ্ধাচার পুরস্কার পেলেন ৩ কর্মকর্তা
ঢাকা, ২৬ জুলাই, ২০২০ (বাসস) : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের তিন কর্মকর্তা-কর্মচারিকে ২০১৯-’২০ বছরের জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম আজ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুরস্কার প্রদান করেন।
মন্ত্রী পুরস্কার হিসেবে তিনজনের হাতে সনদ, ক্রেস্ট ও এক মাসের বেতনের সমপরিমান অর্থ তুলে দেন।
পুরস্কার প্রাপ্তরা হলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব ড. জুলিয়া মঈন ও স্থানীয় সরকার বিভাগের হিসাবরক্ষক ইমরান খান রনি।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার বিভাগ ও তার আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমএএস/১৯২৬/এএএ