বাসস দেশ-৯ : ড্রেজিং, নদী তীর সংরক্ষণ ও হাওর এলাকার জন্য পৃথক ফান্ড গঠনের সুপারিশ

170

বাসস দেশ-৯
কমিটি- পানি
ড্রেজিং, নদী তীর সংরক্ষণ ও হাওর এলাকার জন্য পৃথক ফান্ড গঠনের সুপারিশ
ঢাকা, ২৬ জুলাই, ২০১৮ (বাসস) : পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় নদী ড্রেজিং, তীর সংরক্ষণ এবং হাওর এলাকার জন্য পৃথক ফান্ড গঠনের সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
সভায় কমিটির সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, এ. কে. এম. ফজলুল হক, মোঃ ফরিদুল হক খান, রেজওয়ান আহাম্মদ তৌফিক, মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং মোছাঃ সেলিনা জাহান লিটা সভায় অংশগ্রহণ করেন।
সভায় বিদ্যমান ড্রেজারসহ সংগৃহীতব্য ড্রেজার সমূহের সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
সভায় পানি সম্পদ মন্ত্রণালয়াধীন চলমান প্রকল্পের কাজসমূহ যথাযথভাবে বাস্তবায়নের সুপারিশ করা হয়।
পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/১৫২০/এমএবি