বাজিস-১০ : ভোলায় সবজি বীজ ও ফলের চারা বিতরণ

117

বাজিস-১০
ভোলা-বীজ ও চারা
ভোলায় সবজি বীজ ও ফলের চারা বিতরণ
ভোলা, ২৬ জুলাই ২০২০ (বাসস): জেলার সদর উপজেলায় আজ দুইহাজার দরিদ্র পরিবারের মাঝে সবজি বীজ ও ফলের চারা বিতরণ করা হয়েছে।
আজ রোববার দুপুরে সদরের ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্রপসাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হরলাল মধু।
গ্রামীণ দরিদ্র পরিবারকে কৃষি কাজে সাবলম্বী হিসাবে গড়ে তোলার লক্ষ্যে প্রত্যেক পরিবারের হাতে ৪টি করে ফলের চারা ও ৫ ধরনের সবজি বীজ তুলে দেওয়া হয়। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন’র প্রকল্পের আওতায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এসব চারা ও বীজ বিতরণ করে।
জাকির হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিয়াজউদ্দিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল সালাম মাস্টার, প্রকল্প সমন্বয়কারী আবু বকর প্রমুখ উপস্থিত ছিলেন ।
বিতরণকৃত গাছের চারার মধ্যে পেয়ারা, লেবু, পেঁপে, মরিচ গাছ রয়েছে। এছাড়া লাউ, চিচি্গংা, ডাটা সবজি, কলমি শাক ও পুঁইশাকে মোট ১৩০ গ্রাম করে উন্নত জাতের সবজি বীজ প্রদান করা হয়।
বাসস/এইচএএম/১৮৫০/এমকে