বাজিস-৯ : গোপালগঞ্জের মুকসুদপুরে প্রাণীর চামড়া ছাড়ানো ও সংরক্ষণের কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

104

বাজিস-৯
গোপালগঞ্জ-কর্মশালা
গোপালগঞ্জের মুকসুদপুরে প্রাণীর চামড়া ছাড়ানো ও সংরক্ষণের কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
গোপালগঞ্জ, ২৬ জুলাই ২০২০ (বাসস) : জেলার মুকসুদপুর উপজেলায় বিজ্ঞানসম্মত উপায়ে প্রানীর চামড়া ছাড়ানো এবং চামড়া সংরক্ষনের কৌশল বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
মুকসুদপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে।
আজ রোববার সকালে কর্মশালার আগে জেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহ ফরিদউদ্দীন আহমেদ সভাপতিত্বে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী। বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুর রহমান।
কর্মশালায় ২৫ জনকে প্রশিক্ষন দেয়া হয়। এতে বিজ্ঞানসম্মত উপায়ে প্রাণীর চামড়া ছাড়ানো এবং চামড়া সংরক্ষনের কৌশল বিষয়ে প্রশিক্ষন দেয়া হয়। উপজেলার ইমাম ও মুয়াজ্জিনবৃন্দ, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা এবং স্থানীয় সাংবাদিকগন এসময় উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৮১৬/এমকে