ইয়েমেনে বন্যায় ১৬ জনের প্রাণহানি

218

সানা, ২৬ জুলাই, ২০২০ (বাসস ডেস্ক) : ইয়েমেনের উত্তরপশ্চিমাঞ্চলে গত ৪৮ ঘণ্টায় প্রবল বর্ষণ ও বন্যায় কমপক্ষে ১৬ জনের প্রাণহানি ঘটেছে। বাসিন্দাদের বরাত দিয়ে রোববার স্থানীয় সংবাদমাধ্যম একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
খবরে বলা হয়, নিহতদের মধ্যে ১৩ জন হোদাইদাহ প্রদেশে বন্যার পানিতে ভেসে এবং অপর তিনজন পার্শ্ববর্তী হজ্জাহ প্রদেশে বন্যা পানিতে ডুবে যায়।
হোদাইদাহ’র উত্তরাঞ্চলীয় লুহেয়াহ, কানাউইস ও জুহরাহ জেলার পাশাপাশি হজ্জাহ’র দক্ষিণাঞ্চলীয় বনি কায়িস জেলায় বন্যায় অনেক ঘরবাড়ি, রাস্তা ও কৃষি খামারের ক্ষতি হয়েছে।
ইয়েমেন ২০১৪ সালের শুরু থেকে গৃহযুদ্ধে জড়িয়ে পড়ায় ইরান সমর্থিত হুতি গ্রুপ দেশটির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ দখল করে এবং প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদির সরকার সানা ছাড়তে বাধ্য হয়।
এ সংঘাতের কারণে ইয়েমেনের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়ে এবং দেশটিতে কলেরাসহ নানা মহামারি ছড়িয়ে পড়ে। ২০১৭ সাল থেকে ১০ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয় এবং ২ হাজারের বেশি লোক প্রাণ হারায়।