বুাসস ক্রীড়া-৩ : এফএ কাপের ফাইনাল থেকে ছিটকে পড়লেন আর্সেনাল ডিফেন্ডার মুস্তাফি

127

বুাসস ক্রীড়া-৩
ফুটবল-ইনজুরি
এফএ কাপের ফাইনাল থেকে ছিটকে পড়লেন আর্সেনাল ডিফেন্ডার মুস্তাফি
লন্ডন, ২৬ জুলাই ২০২০ (বাসস) : হ্যামস্ট্রিং ইনজুরির কারনে আগামী মাসে চেলসির বিপক্ষে এফএ কাপের ফাইনালে খেলা হচ্ছে আর্সেনাল ডিফেন্ডার শাখোড্রান মুস্তাফির। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
জার্মান জাতীয় দলের এই ডিফেন্ডার ম্যানচেস্টার সিটির বিপক্ষে এফএ কাপের সেমিফাইনালে একেবারে শেষ মুহূর্তে ইনজুরিতে আক্রান্ত হন। তিনদিন পর যে কারনে এ্যাস্টন ভিলার বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে তার আর খেলা হয়নি। ম্যাচটিতে আর্সেনাল ১-০ গোলে পরাজিত হয়েছিল।
ক্লাবের এক বিবৃবিতে এ প্রসঙ্গে বলা হয়েছে, ‘এর আগের শনিবার এফএ কাপের সেমিফাইনালে মুস্তাফি ডান হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। যে কারনে মৌসুমের বাকি ম্যাচগুলোতে তার আর খেলা হচ্ছেনা। কিছুদিনের মধ্যে তার ইনজুরির সর্বশেষ অবস্থা সকলকে নিশ্চিত করা হবে।’
উনাই এমেরির অধীনে প্রিমিয়ার লিগের শুরুর দিকে মাত্র একটি ম্যাচে প্রথম থেকে খেলার পর ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার আর্সেনালের শেষ ১০টি ম্যাচে ৯টিতেই মূল একাদশে খেলেছেন। মুস্তাফির অনুপস্থিতিতে এখন মূল দলে ফেরার সুযোগ হলো রব হোল্ডিংয়ের। এ্যাস্টন ভিলার বিপক্ষেই রক্ষনভাগে মুস্তাফির পরিবর্তে হোল্ডিং জায়গা করে নিয়েছিলেন।
বাসস/নীহা/১৩২০/স্বব