বাসস ক্রীড়া-১৪ : কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত জাভি : ক্লাব

211

বাসস ক্রীড়া-১৪
ফুটবল-জাভি-কোভিড-১৯
কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত জাভি : ক্লাব
দোহা, ২৫ জুলাই ২০২০ (বাসস/এএফপি) : সাবেক বার্সেলোনা তারকা জাবি হার্নান্দেসের দেহে কোভিড-১৯ এর সংক্রমন ধরা পড়েছে। করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে বলে শনিবার জানিয়েছে তার কাতারি ক্লাব আল সাদ। ফলে আল খোরের বিপক্ষে লীগ পুনরায় শুরুর ম্যাচে তিনি খেলতে পারছেননা বলে জাািনয়েছে আল সাদ।
সম্প্রতি গুজব উঠেছে যে ৪০ বছর বয়সি এই স্প্যানিশ তারকা বার্সেলোনায় ফিরে আসছেন। কাতারের শীর্ষ দলে সময় কাটানোর পর এক মৌসুমের জন্য বার্সার সঙ্গে তিনি চুক্তিও করেছেন বলে গুজব চলছে।
আল সাদের টুইটারে জাবি বলেছেন,‘ কাতারের স্টার লীগের প্রটোকলের কারণে কয়েকদিন আগে আমি পরীক্ষা করিয়েছি। কোভিড-১৯ এর সর্বশেষ এই পরিক্ষার ফলফল পজিটিভ এসেছে। তবে সৌভাগ্যবশত আমি ভাল বোধ করছি। তবে পুরোপুরি সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত আমি আইসোলেশনে থাকব। যখন স্বাস্থ্য বিভাগ আমাকে অনুমতি দেবে তখনই মাঠে ফেরার জন্য আমি প্রস্তুত থাকব।
বাসস/এএফপি/এমএইচসি/২১২০/স্বব