বাসস দেশ-৩৪ : প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে চাল পেলো বান্দরবানের ৪৬২১ পরিবার

213

বাসস দেশ-৩৪
বান্দরবান-উপহার
প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে চাল পেলো বান্দরবানের ৪৬২১ পরিবার
ঢাকা, ২৫ জুলাই, ২০২০ (বাসস) : আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে বান্দরবান পৌর এলাকার অসহায়, কর্মহীন ও দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ঈদ উপহার’ হিসাবে চাল বিতরণ করা হয়েছে।
আজ পৌরসভার ব্যবস্থাপনায় বান্দরবান পৌরসভার ৯ টি ওয়ার্ডে ৪ হাজার ৬২১ পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণকালে বান্দরবান পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বর্তমান পরিস্থিতির কারণে কারও ক্ষতি না হয় এবং আসন্ন ঈদ-উল-আজহার উপহার হিসাবে আমরা গরিব ও অসহায় দিন মজুরদের মাঝে চাল বিতরণ করেছি।’
মেয়র জনগণকে ঈদ-উল-আজহার শুভেচ্ছা জানিয়ে করোনার ভাইরাস থেকে নিজেকে বাঁচাতে সজাগ থাকার আহ্বান জানান।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র দিলীপ বড়ুয়া, পৌর কাউন্সিলর অজিত কান্তি দাস, আবু খায়ের আবু, উজলা তঞ্চঙ্গ্যা ও থুইসিং প্রলুবু এবং পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আশুতোষ কুমার দে।
বাসস/সংবাদদাতা/এসই/২১১০/এবিএইচ