২৬ বছরের অপেক্ষার ইতি টানলেন রোচ

375

ম্যানচেষ্টার, ২৫ জুলাই ২০২০ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের নবম বোলার হিসেবে টেস্টে ক্রিকেটে ২শ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন কেমার রোচ। ম্যানচেষ্টারের ওল্ড ট্রাফোর্ডে চলমান সিরিজের তৃতীয় টেস্টে আজ এই মাইলফলক স্পর্শ করেন তিনি। ফলে ২৬ বছরের অপেক্ষার পালা শেষ করলেন রোচ।
সর্বশেষ ১৯৯৪ সালে ওয়েস্ট ইন্ডিজ পেসার কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস টেস্ট ক্রিকেটে দু’শ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন। এই ইংল্যান্ডের বিপক্ষেই সে বছর ২০ মার্চ ক্যারিবিয় অষ্টম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে উইকেটের ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। এবার ২৬ বছর পর আবার সেই রেকর্ড গড়লেন রোচ।
আজ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৭২ রানে ৪ উইকেট নেন রোচ। ফলে ৫৯ টেস্টের ১০৫ ইনিংসে রোচের শিকার সংখ্যা এখন ২০১।
এই ম্যাচের আগে রোচের টেস্ট পরিসংখ্যান ছিলো, ৫৬ ম্যাচে ১৯৩ উইকেট। তাই ২শ উইকেট শিকারের মাইলফলক থেকে ৭ উইকেট দূরে ছিলেন তিনি।
সিরিজের প্রথম টেস্টে উইকেটশুন্য থাকলেও, দ্বিতীয় ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন রোচ।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক বাংলাদেশের সাবেক বোলিং কোচ কোর্টনি ওয়ালশের। ১৩২ ম্যাচে ৫১৯ উইকেট শিকার করেছেন ওয়ালশ।