আটালান্টার সম্ভাবনা ক্ষীন হয়ে গেল

170

মিলান, ২৫ জুলাই ২০২০ (বাসস/এএফপি) : জুভেন্টাসকে হটিয়ে সিরি এ লীগের শিরোপা জয়ের যে সম্ভাবনা সৃষ্টি আটালান্টা সৃষ্টি করেছিল গতকাল তা শেষ হয়ে গেছে। শুক্রবার লীগ ম্যাচ খেলতে এসি মিলান সফরে গিয়ে ১-১ গোলে ড্র করেছে তারা। এই ড্রয়ে অবশ্য পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বার্গামোরা।
দুই ম্যাচ বাকী থাকতে টেবিল টপার জুভেন্টাসের সঙ্গে ৫ পয়েন্টের ব্যবধানে রয়েছে তারা। এর আগে গত ডিসেম্বরে দুই দলের প্রথম মোকাবেলায় জিয়ান পিয়েরো গ্যাসপিরিনির আটালান্টা ৫-০ গোলে বিধ্বস্ত করেছিল এসি মিলানকে।
অবশ্য গতকাল ১৪ মিনিটের সময় সেই আটালান্টাকেই ১-০ গোলে পিছিয়ে দিয়েছিল স্বাগতিক এসি মিলান। হাকান চালহানোগলু ফ্রি কীকের শটকে দারুন ভাবে কাজে লাগাতে সক্ষম হন। লীগে টানা তিন ম্যাচে জয়লাভ করা এসি মিলানকে এদিনও দারুন ভাবে সমর্থন যুগিয়েছে তাদের অদম্য গোল রক্ষক জিয়ানলুইজি ডোনারুমা। ২৪ মিনিটে রুজলান মালিনোভস্কির পেনাল্টির শট রুখে দেন তিনি। তবে ১০ মিনিট পর সফরকারী দলকে ঠিকই সমতায় ফিরিয়ে আনেন ডুভান জাপাটা। স্বাগতিক ডিফেন্ডার মাত্তেও গ্যাবিয়া বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে সেটি নিয়ন্ত্রনে নিয়ে সমতাসুচক গোলটি করেন কলম্বিয় এই ফরোয়ার্ড।
বর্তমানে লীগের পয়েন্ট তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছে রয়েছে এসি মিলান। রোমার চেয়ে এক পয়েন্টে পিছিয়ে। ফলে ইউরোপা লীগের পরবর্তী মৌসুমে অবস্থানের সঠিক পথেই রয়েছে তারা।
এদিকে বেনেভেনটুর পর ক্রোটোনা ৫-১ গোলে লিভর্নোকে হারিয়ে দ্বিতীয় ক্লাব হিসেবে সিরি এ লীগে উন্নীত হয়েছে । প্রতিদ্বন্দ্বী স্পেজিয়া গোলশুন্য ভাবে ক্রেমোনেসার সঙ্গে ড্র করায় সিরি এ লীগে অবস্থান নিশ্চিত হয় তাদের।
ফলে তৃতীয় বারের মত ইতালীর শীর্ষ ক্লাবগুলোর মোকাবেলা করার সুযোগ পেতে যাচ্ছে ক্রোটোনা। এর আগে ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ মৌসুমে সিরি এ লীগে খেলার সুযোগ হয়েছিল ক্লাবটির।