বাসস দেশ-২ : অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য ১ নম্বর সতর্কতা সংকেত

117

বাসস দেশ-২
নদ-পরিস্থিতি
অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য ১ নম্বর সতর্কতা সংকেত
ঢাকা, ২৬ জুলাই, ২০১৮ (বাসস) : আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল,পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ-দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি:মি বেগে অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বাসস/সবি/এমএমবি/১৩০০/এমএবি