শরীয়তপুরে ৪৮০ মেট্টিক টন চাল বিতরণ

191

শরীয়তপুর, ২৫ জুলাই, ২০২০ (বাসস) : উজানের পানি নামতে শুরু করায় গত তিনদিন থেকে পদ্মার পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার ৫০টি ইউনিয়ন ও ৪টি পৌরসভা আংশিক ও কিছু কিছু সম্পুর্ণ প্লাবিত হয়েছে। বানভাসী মানুষের খাদ্য সংকট দূর করতে ইতিমধ্যে শরীয়তপুর জেলা প্রশাসন ৪৭০ মেট্টিক টন চাল ও ২ হাজার প্যাকেট শুকনো খাবার ও প্রয়োজনীয় পানি বিশুদ্ধকরন ট্যাবলেট বিতরণ করেছে।
এদিকে শরীয়তপুর-ঢাকা মহা সড়কের কয়েকটি জায়গা বন্যার পানিতে ডুবে যাওয়ায় সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।
জেলা প্রশাসক কাজী আবু তাহের বাসস’কে জানিয়েছেন, উজানের পানি নেমে পদ্মার পানি বৃদ্ধি পেয়ে পদ্মার তীরবর্তী নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। প্লাবিত হয়ে কোন পরিবার যেন খাদ্য সংকটে না থাকে সে বিষয় মাথায় রেখে ইতিমধ্যে ৪৭০ মেট্টিক টন চাল ও ২ হাজার প্যাকেট শুকনো খাবার প্রয়োজনীয় পরিবারের মাঝে বিতরণ কাজ চলছে। আমরা প্রতিদিনই বিতরণ ও বানভাসী পরিবারের রিপোর্ট মন্ত্রণালয়ে প্রেরণ করছি। তারই ভিত্তিতে মন্ত্রণালয় প্রয়োজন অনুযায়ী বরাদ্দ দিচ্ছেন। এখনো আমাদের হাতে ১৮০ মেট্টিক টন চাল রয়েছে। প্রতিনিয়তই বানভাসী পরিবারের খোজ-খবর নিয়ে প্রয়োজন অনুযায়ী চাল, শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, টিউবওয়েল উঁচুকরণের কাজ অব্যাহত রেখেছি।