বাসস দেশ-৬ : রাজধানীর বংশালে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ আরও এক শিশুর মৃত্যু

98

বাসস দেশ-৬
গ্যাস-লাইন-বিস্ফোরণ
রাজধানীর বংশালে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ আরও এক শিশুর মৃত্যু
ঢাকা, ২৫ জুলাই, ২০২০(বাসস) : রাজধানীর বংশালে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় জান্নাত নামে দগ্ধ আরও এক শিশু মারা গেছে। এ নিয়ে পরিবারের দুই শিশু মারা গেলো।
শুক্রবার (২৪ জুলাই) মধ্যরাতে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে(আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জান্নাত (৪)।
আজ শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে বাসস’র মেডিকেল সংবাদদাতা জানান, জান্নাতের শরীরের ৬০ শতাংশ পুড়েছে। তার অবস্থা সংকটাপন্ন ছিল।
গত ২৩ জুলাই সকালে নগরীর বংশাল থানার কসাইটুলি জুম্মন কমিউনিটি সেন্টার সংলগ্ন একটি বাসার নিচতলায়
গ্যাস লাইন বিস্ফোরণের পর আগুন লাগে। ঘটনাস্থলেই মাইনুদ্দিন নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। দগ্ধ হন মাইনুদ্দিনের মা শিউলি বেগম, বাবা জাবেদ মিয়া ও বোন জান্নাত। আজ চিকিৎসাধীন অবস্থায় জান্নাত মারা গেছে। এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন মাইনুদ্দিনের মা-বাবা।
বাসস/সংবাদদাতা/এমএমবি/১৩২৫/কেজিএ