বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৬ লাখ ৬৫ হাজার ৩৫০ জন

297

বেইজিং, ২৫ জুলাই, ২০২০ (বাসস ডেস্ক) : জনস হপকিনস ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং জানায়, আজ (২৫ জুলাই, গ্রীনিচ মান সময় ০০০০) সর্বশেষ হিসাবে বিশ্বব্যাপী করোনাভাইরাসে মোট
আক্রান্তের সংখ্যা এক কোটি ৫৬ লাখ ৬৫ হাজার ৩৫০ জন। খবর সিহুয়ার।
দেশভিত্তিক মোট আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে ৪১ লাখ ৬ হাজার ২২৫ জন, ব্রাজিলে ২২ লাখ ৮৭ হাজার ৪৭৫ জন, ভারতে ১২ লাখ ৮৮ হাজার ১০৮ জন, রাশিয়ায় ৭ লাখ ৯৯ হাজার ৪৯৯ জন, দক্ষিণ আফ্রিকায় ৪ লাখ ২১ হাজার ৯৯৬ জন, মেক্সিকোতে ৩ লাখ ৭৮ হাজার ২৮৫ জন, পেরুতে ৩ লাখ ৭৫ হাজার ৯৬১ জন, চিলিতে ৩ লাখ ৪১ হাজার ৩০৪ জন, ব্রিটেনে ২ লাখ ৯৯ হাজার ৫০০ জন এবং চীনে ৮৬ হাজার ৬৩২ জন।