বগুড়ায় ২ লাখ ২৬ হাজার মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ

237

বগুড়া, ২৫ জুলাই ২০২০(বাসস) : ঈদুল আযহা ও অন্যান্য দুযোগে আক্রান্তদের বগুড়ার ১২ টি পৌরসভা ও ১২ টি উপজেলায় ত্রাণ মন্ত্রণালয় প্রায় ২লাখ ২৬ হাজার মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ করেছে। ইতোমধ্যে এইসব চাল জন প্রতিনিধিরা বিতরণ শুরু করেছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজাহর আলী মন্ডল জানান ,গত ৯ জুলাই থেকে ভিজিএফ বিতরণ কাজ চলছে। এ চাল এলকার জনপ্রতিধিদের কাছে হস্তান্তর করা হযেছে। তিনি আরো জানান, জেলার ১২ টি পৌরসভার জন্য ৩৮৫ এর অধিক মেট্রিক টন বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া ১২টি উপজেলায় বরাদ্দ দেয়া হয়েছে প্রায় ১৮০০ মেট্রিক টন।