বাসস দেশ-২০ : বুড়িগঙ্গায় লঞ্চডুবি : ময়ূর-২ লঞ্চের সহকারি মাস্টার জাকির ৩ দিনের রিমান্ডে

198

বাসস দেশ-২০
জাকির-রিমান্ড
বুড়িগঙ্গায় লঞ্চডুবি : ময়ূর-২ লঞ্চের সহকারি মাস্টার জাকির ৩ দিনের রিমান্ডে
ঢাকা, ২৪ জুলাই, ২০২০ (বাসস): বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় ময়ূর-২ লঞ্চের সহকারি মাস্টার জাকির হোসেনকে তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
সম্প্রতি বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে ৩৪ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় আজ তাকে রিমান্ডে নেয়া হয়।
শুক্রবার তাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তেরর জন্য তাকে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর ঘাট নৌ থানার উপ-পরিদর্শক শহিদুল আলম। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিশকাত শুকরানা তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরআগে বৃহস্পতিবার তাকে গ্রেয়তার করা হয়।
এ মামলায় ইতোমধ্যে ময়ূর-২ লঞ্চের মালিকসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা বর্তমানে কারাগারে অছেন।
গত ২৯ জুন সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ফরাশগঞ্জ ঘাটের কাছে ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড নামের ছোট একটি লঞ্চ ডুবে যায়। এতে ৩৪ জনের মৃত্যু হয়। পরদিন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এ ঘটনায় একটি মামলা করা হয়। এ মামলায় ময়ূর-২ লঞ্চের মালিকসহ ৭ জনকে আসামি করা হয়।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৯২৪/এএএ