ইংল্যান্ড যাবার অনুমতি পেয়েছেন আমির

268

নয়া দিল্লি, ২৪ জুলাই ২০২০ (বাসস) : ইংল্যান্ড সফরে যাচ্ছেন পাকিস্তান ক্রিকেট দলের বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমির। এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা জানায়, পাকিস্তান দলের সাথে যোগ দিকে ইংল্যান্ড যাবেন আমির।
ইংল্যান্ড যাবার আগে দু’দফা আমিরের করোনা পরীক্ষা করা হয়েছে। দু’বার তার পরীক্ষা রিপোর্ট নেগেটিভ এসেছে।
পিসিবি আরও জানিয়েছে, আমির এবং সাপোর্ট স্টাফ মোহাম্মদ ইমরানের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। তাই দু’জনকেই ইংল্যান্ড সফরের জন্য অনুমতি দেয়া হলো।
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ইংল্যান্ড সফর শুরুর আগেই সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন আমির। আগামী আগস্টে দ্বিতীয় সন্তানের বাবা হবার তারিখ দিয়েছিলো চিকিৎসকরা।
তবে গত শুক্রবার দ্বিতীয় সন্তানের বাবা হন আমির। এরপরই দল যোগ দেয়ার ইচ্ছার কথা পিসিবিকে জানান আমির।
ইংল্যান্ড পৌঁছে সেল্ফ-আইসোলেশনে থাকতে হবে আমিরকে। ঐ অবস্থায় দু’বার করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ আসলেই দলের সাথে যোগ দিতে পারবেন তিনি।
আগামী ৫ আগস্ট থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে পাকিস্তান। টেস্ট সিরিজে খেলবেন না আমির। কারন গেল বছর টেস্ট ফরম্যাট থেকে অবসর নেন তিনি। তাই ২৮ আগস্ট শুরু হওয়া তিন ম্যাচের টি-২০ সিরিজে খেলবেন আমির।