বাসস বিদেশ-১ : নয়াদিল্লীতে অনাহারে তিন শিশুর মৃত্যু

159

বাসস বিদেশ-১
নয়াদিল্লী-অনাহার
নয়াদিল্লীতে অনাহারে তিন শিশুর মৃত্যু
নয়াদিল্লী, ২৬ জুলাই, ২০১৮ (বাসস ডেস্ক) : ভারতের রাজধানী নয়াদিল্লীতে অনাহারে তিন কন্যা শিশুর মৃত্যু হয়েছে। তারা তিন বোন বলে বুধবার পুলিশ জানায়। খবর এএফপি’র।
পুলিশ জানায়, মৃত শিশুদের মা মানসিক ভারসাম্যহীন এবং তাদের বাবা নিখোঁজ রয়েছে। এই তিন শিশুর বয়স যথাক্রমে আট, চার ও দুই বছর। তাদের পরিবার দিল্লীর পূর্বদিকে মানডাওয়ালী এলাকার একটি বস্তিতে বসবাস করে।
ঘরের মালিক মৃত শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অস্ত্রপচারের পর চিকিৎসক জানায়, অনাহারে তাদের মৃত্যু হয়েছে।
বেশ কয়েক বছর আগে পরিবারটি পশ্চিমবঙ্গের মেদিনীপুর থেকে দিল্লীতে আসে।
উপ-পুলিশ কমিশনার পঙ্কজ কুমার সিং জানান, আজ শিশুদের মরদেহ তাদের মায়ের কাছে হস্তান্তর করা হবে।
চিকিৎসকদের একজন ময়নাতদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে জানান, দীর্ঘদিন অপুষ্টিতে ভোগায় শিশুদের মৃত্যু হয়েছে।
বাসস/এসই/১১৫৫/এমএসআই