ভাইরাসের কারণে দক্ষিণ আফ্রিকার স্কুল আবারও বন্ধ হবে : প্রেসিডেন্ট

533

জোহানেসবার্গ, ২৪ জুলাই, ২০২০ (বাসস ডেস্ক) : দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বৃহস্পতিবার বলেছেন, করোনা ভাইরাসের বিস্তার রোধে দক্ষিণ আফ্রিকার সরকারি স্কুলগুলো সোমবার থেকে আবার এক মাসের জন্য বন্ধ হয়ে যাবে। খবর এএফপি’র।
দেশটির মন্ত্রিপরিষদ আজ সকল সরকারি স্কুল আগামী চার সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
রামফোসা জাতির উদ্দেশ্যে এক ভাষণে বলেন, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে শিক্ষাবর্ষ চলছে তা বাড়ানো হবে।