বন্দি বিনিময় সম্পন্ন করলে আগামী মাসে শান্তি আলোচনার জন্য প্রস্তুত তালেবান

351

কাবুল, ২৪ জুলাই, ২০২০ (বাসস ডেস্ক) : তালেবান চলতি বন্দি বিনিময় সম্পন্ন করলে আগামী মাসে ঈদের ছুটির পর আফগান সরকারের সাথে শান্তি আলোচনা করতে প্রস্তুত রয়েছে। বৃহস্পতিবার জঙ্গিরা একথা জানিয়েছে। খবর এএফপি’র।
টুইটার বার্তায় তালেবান মুখপাত্র সুহাইল শাহীন বলেন, ‘বন্দিদের মুক্তি দেয়ার প্রক্রিয়া সম্পন্ন হলে ঈদের পর দ্রুত গ্রুপটি আন্ত-আফগান আলোচনা শুরু করতে প্রস্তুত রয়েছে।’
তিনি আরো জানান, ইতোমধ্যে কর্তৃপক্ষের কাছে দেয়া তালিকা অনুযায়ী কাবুল সকল জঙ্গি বন্দিকে মুক্তি দিলে তালেবানের হেফাজতে থাকা আফগান নিরাপত্তা বাহিনীর অবশিষ্ট বন্দিদের ছেড়ে দিতে তারা প্রস্তুত রয়েছে।