বাসস বিদেশ-১ : করোনা ভাইরাসের কারণে ফ্লোরিডায় রিপাবলিকান কনভেনশন বাতিল করেছেন ট্রাম্প

231

বাসস বিদেশ-১
ট্রাম্প-ভোট-রিপাবলিকান
করোনা ভাইরাসের কারণে ফ্লোরিডায় রিপাবলিকান কনভেনশন বাতিল করেছেন ট্রাম্প
ওয়াশিংটন, ২৪ জুলাই, ২০২০ (বাসস ডেস্ক) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে তিনি ফ্লোরিডার জ্যাকসনভিলে রিপাবলিকান পার্টির আগামী মাসের মনোনয়ন কনভেনশন বাতিল করেছেন। খবর এএফপি’র।
হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে কথা বলার সময় ট্রাম্প বলেন, এখন ‘বিশাল কনভেনশন’ আয়োজনের সঠিক সময় নয়।
তিনি বলেন, করোনার কারণে ‘এই সংকটপূর্ণ সময়ে এ অনুষ্ঠান করা ঠিক হবে না।’
আগামী ২৪ থেকে ২৭ আগস্ট পর্যন্ত জ্যাকসনভিলে এ কনভেনশন করার কথা ছিল।
সাম্প্রতিক সময়ে ফ্লোরিডায় কোভিড-১৯ -এ আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যেতে দেখা যায়। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়ে গেছে।
বাসস/এমএজেড/১০৫৫/আরজি