প্রশ্নপত্র ফাঁস : গ্রেফতারকৃত ৩ জন সাত দিনের রিমান্ডে

312

ঢাকা, ২৩ জুলাই, ২০২০ (বাসস) : সরকারি মেডিকেল, ডেন্টাল ও আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেফতারকৃত তিনজনকে সাত দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা এ রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন-জসিম উদ্দিন ভুইয়া মুন্নু, পারভেজ খান ও জাকির হোসেন দিপু।
আজ ঢাকা মহানগর হাকিম আদালতে (ভার্চুয়াল আদালত) তাদের কারাগার থেকে উপস্থিত দেখানো হয়। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মিরপুর থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের দশ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২০ জুলাই রাজধানীর মিরপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময়ে প্রশ্ন ফাঁস চক্রের মূল হোতা জসিমের কাছ থেকে দুই কোটি ২৭ লাখ টাকার সঞ্চয়পত্র, দুই কোটি ৩০ লাখ টাকার চেক এবং পারভেজের কাছ থেকে ৮৪ লাখ টাকার চেক উদ্ধার করে সিআইডি।
এঘটনায় মিরপুর মডেল থানায় একটি মামলা করা হয়।