বাসস দেশ-৩৬ : অনলাইন প্রতারণার অভিযোগে দুই নাইজেরিয়ানসহ তিনজন রিমান্ডে

222

বাসস দেশ-৩৬
প্রতারণা-রিমান্ড
অনলাইন প্রতারণার অভিযোগে দুই নাইজেরিয়ানসহ তিনজন রিমান্ডে
ঢাকা, ২৩ জুলাই, ২০২০ (বাসস): অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেফতার দুইজন নাইজেরিয়ান নাগরিকসহ তিনজনকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন-আলবার্ট ইকেচুকূ ওরফে ইয, ওকে চুকু ওরফে চুকওয়ামা এবং বাংলাদেশি মোছা. নুপুর খাতুন।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।পল্লবী থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের দশদিনের রিমান্ড আবেদন করা হয়।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারীর তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন। বুধবার (২২ জুলাই) রাত ১০টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ফেসবুক আইডিসহ বিভিন্ন ডিজিটাল আলামত, মোবাইল ফোন, ল্যাপটপ এবং বিপুল সংখ্যক ব্যাংকের স্লিপ উদ্ধার করা হয়। এঘটনায় তাদের বিরুদ্ধে পল্লবী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়।
বাসস/সংবাদদাতা/এমএমবি/২০০৮/এবিএইচ